ঢাকাশুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আইএমএফ’র শর্তের ওপর নির্ভর করবে বাংলাদেশ ঋণ নেবে কিনা’:অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২৭, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আইএমএফ এর শর্তের ওপর নির্ভর করবে বাংলাদেশ ঋণ নেবে কি-না। বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে একথা বলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, ‘এ বিষয়ে আইএমএফকে চিঠি দেয়া হয়েছে।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবলিটি ট্রাস্টের কাছ থেকে ঋণ চেয়েছে বাংলাদেশ। ঋণ দেয়ার বিষয়ে আলোচনা শুরু করতে সংস্থাটিকে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধও জানানো হয়েছে।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আইএমএফের এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। তবে বাংলাদেশ আইএমএফের কাছে কি পরিমাণ ঋণ চেয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি শ্রীনিবাসন।