ঢাকাশনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২৬, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে আগামী মাসের শুরুতে তার সফরটি হতে পারে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফর চূড়ান্ত করতে ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎ-বৈঠকে তারা সফর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা প্রস্তুত বলে বৈঠকে উল্লেখ করে সফরটি বেইজিং প্রস্তাবিত ৫ থেকে ৬ই আগস্টের বদলে দু’দিন পেছানোর অনুরোধ করেছে বাংলাদেশ। কারণ ৪ থেকে ৬ই আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পূর্ব নির্ধারিত কম্বোডিয়া সফরে থাকছেন। নমপেনে অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে অংশ নিতে যাচ্ছেন তিনি। ৭ই আগস্টে মন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী যদি ৭ই আগস্ট ঢাকায় আসেন সে ক্ষেত্রে মোমেন তার নমপেন সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই ফিরবেন বলে চীনা দূতকে আশ্বস্ত করা হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী এক সঙ্গে এশিয়ার কয়েকটি দেশ সফর করছেন। ফলে তার শিডিউলে পরিবর্তন আনা কঠিন।

 

তারপরও চীনা দূতাবাস ঢাকাকে আশ্বস্ত করেছে তারা মন্ত্রী মোমেনের উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখেই শিডিউল চূড়ান্ত করতে যথাসম্ভব চেষ্টা করবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরটি উজবেকিস্তান দিয়ে শুরু হবে জানিয়ে বলা হয়, তাসখন্দে আগামী ২৮ ও ২৯শে জুলাই সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন এসসিও’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিবেন তিনি। ওই সম্মেলনের সাইড লাইনে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। মধ্যখানে ৫ দিন অন্য দুটি দেশে কাটিয়ে ঢাকা আসতে চান ওয়াং ই।

বাংলাদেশ সফরের পরে তার মঙ্গোলিয়া সফরের শিডিউল রয়েছে জানিয়ে ঢাকার এক কর্মকর্তা মানবজমিনকে জানান, সে ক্ষেত্রে মঙ্গোলিয়া সফরটি এগিয়ে নেয়া এবং বাংলাদেশ সফর দু’দিন পিছিয়ে দেয়ার প্রস্তাব করেছে ঢাকা। চীনের তরফে এখনো তার জবাব আসেনি জানিয়ে ওই কর্মকর্তা বলেন, দিনক্ষণ যাই হোক সফরটি হবে এটা মোটামুটি নিশ্চিত। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের উপস্থিতিতে সফরটি হলে ষোলকলা পূর্ণ হবে। অন্যথায় বিষয়টি দেখতে একটু অসুন্দর দেখাবে। তাই ঢাকা, বেইজিং উভয়েই চাইছে মন্ত্রী মোমেনের উপস্থিতিতেই ওয়াং ই’র ঢাকা সফর হোক। কর্মকর্তারা বলছেন, নানা কারণে চীনের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত ঢাকা সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কৌশলগত উন্নয়ন অংশীদার চীনের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফরে রাজনীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা হবে। দেশটির সঙ্গে সম্পাদিত ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় আসবে। বাণিজ্যিক ঋণ চুক্তি ও প্রকল্প সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে। চলতি মাসে মিয়ানমার সফর করা চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে অবধারিতভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আলোচনায় তুলবে বাংলাদেশ।

 

ঢাকা চাইছে যত দ্রুত সম্ভব পাইলট প্রজেক্টের আওতায় ভেরিফাইড ১৫০০ রোহিঙ্গাকে টেস্ট কেস হিসেবে ফেরত পাঠাতে। যা চীনের মধ্যস্থতাতেই এতদূর এগিয়েছে! সফরে কোভিডপরবর্তী পুনরুদ্ধারে দারিদ্র্য বিমোচনে চীনের অভিজ্ঞতা বিনিময়, চায়না সাউথ এশিয়া সেন্টার গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ই-কমার্স চালুর বিষয়ে আলোচনা হতে পারে। স্মরণ করা যায়, গত বছর জুলাইতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে তাসখন্দে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের। সেই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষায় চীন সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনো সংস্থা বা রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ চীন পছন্দ করে না জানিয়ে সেদিন মন্ত্রী মোমেনকে চীনের পররাষ্ট্রমন্ত্রী যেকোনো সংকটে ঢাকার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। দেখার বিষয় বাংলাদেশের রাজনীতি, আসন্ন নির্বাচন এবং যুদ্ধ-সংঘাতের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক সংকট বিবেচনায় বন্ধু রাষ্ট্র চীনের পররাষ্ট্রমন্ত্রী তার ঢাকা সফরে নতুন কী বার্তা দিয়ে যান।

আটকে পড়া শিক্ষার্থীরা ফিরছেন সেপ্টেম্বরে:

ওদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে রোববারের বৈঠকে জানিয়েছেন, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আগামী সেপ্টেম্বরে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে বেইজিং। তিনি এটা নিশ্চিত করেন যে, বাংলাদেশ হবে বিশ্বের প্রথম রাষ্ট্র যাদের জন্য করোনার পর চীন উন্মুক্ত হচ্ছে। উল্লেখ্য, ওই বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউ-এস বাংলার অতিরিক্ত ৪টি ফ্লাইট পরিচালনায় বেইজিংয়ে সম্মতির কথা জানান চীনের রাষ্ট্রদূত।

 

উল্লেখ্য, ওই বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউ-এস বাংলার অতিরিক্ত ৪টি ফ্লাইট পরিচালনায় বেইজিংয়ে সম্মতির কথা জানান চীনের রাষ্ট্রদূত।