আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোব্যাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা।
মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হওয়া চার জনের মধ্যে অং সান সু চির দলের আইনপ্রণেতা ফিও জেয়া থাও আছেন। বাকি তিন জন হলেন —লেখক ও সমাজকর্মী কো জিমি, হ্লা মায়ো অং এবং অং থুরা জাওর।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কার্যক্রম’ সংঘটনে সম্পৃক্ততার।
বিবিসি বলছে, ‘এ চার জনের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার মধ্য দিয়ে মিয়ানমারের সামরিক সরকার কয়েক দশকের মধ্যে প্রথমবার সবোর্চ্চ দণ্ড কার্যকর করল’।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,’গত বছরের শুরুর দিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মিলিশিয়াদের সাহায্য করার অভিযোগে ওই চারজনকে গত জানুয়ারি মাসে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাদের বিচার কার্যক্রম ছিল রুদ্ধদ্বার এবং সেখানে কারও সংশ্লিষ্ট হওয়ার সুযোগ ছিল না’।