প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন করবে বর্তমান কমিশন। রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনার এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্বাচন সংস্কৃতি পরিবর্তন’।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, না ভোট চালু করা, ইভিএমে ভোট না নেয়া, অপরাধী ও ঋণ খেলাপিদের প্রার্থিতা বাতিল, সংসদে সংরক্ষিত মহিলা আসন বাতিল, রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য বিলুপ্তির দাবি জানানো হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করবে কমিশন’।
এদিকে জাসদের সঙ্গে সংলাপ শেষে বিকেল ৪টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে।