ছাত্রলীগের সভাপতি ফ্ল্যাটে থাকতে পারবেন না কেন, সে প্রশ্ন তুলেছে ছাত্রলীগ সভাপতি প্রধান আল নাহিয়ান খান জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মঙ্গলবার এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন প্রশ্ন তোলেন।
নাহিয়ান খান বলেন, ‘ঢাকায় ২০-৩০ হাজার টাকার একটা বাসা। এটা কি খুব বেশি? কিন্তু আপনারা নিউজ করেন ছাত্রলীগ সভাপতি ৭০ হাজার টাকার ফ্ল্যাটে থাকেন। মানে কী? আমরা কি ফ্ল্যাটে থাকতে পারব না? ছাত্রলীগ করি বলে কি আমরা রাস্তায় নেমে গিয়েছি? নিজের টাকা খরচ করে, না খেয়ে প্রত্যেক নেতা-কর্মী এখানে কাজ করে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবসে ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ডা. দীপু মনি এবং সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
আলোচনায় ছাত্রলীগের মধ্যে অনেকেই খন্দকার মোশতাকের মতো ঘাপটি মেরে বসে আছে বলে অভিযোগ করেন জয়। তিনি বলেন, ‘আপনারা সামনের সারিতেও বসবেন, আবার বের হয়ে সংগঠনকে বিতর্কিতও করবেন, এ ধরনের মনোভাব থেকে সরে আসেন। সংগঠনের নেতৃত্বে আসতে হলে সংগঠনকে বিতর্কিত করতে হবে, এ রকম কোনো কথা নেই। যারা খন্দকার মোশতাকের মতো ঘাপটি মেরে বসে আছেন, সতর্ক হয়ে যান।’