ঢাকামঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম রেল স্টেশনে ১৯ টিকিটসহ কালোবাজারি আটক

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
জুলাই ২২, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ১৯টি টিকিটসহ মো. হাসান আলী (৩২) নামের একজনকে হাতেনাতে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রেল স্টেশনের সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এক ব্যক্তি রেলের টিকিট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করছে। পরে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছে উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় হাসান আলীকে আটক করা হয়। তার কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকিট এবং ৪ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

হাসান দীর্ঘদিন ধরে রেলের টিকিট উচ্চমূল্যে বিক্রয় করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।