ঢাকাসোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৬ কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছি : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২১, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট রয়েছে। ফলে, দেশের ১৬ কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে’।

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আজ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

 

জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে প্রতি ১০ হাজার মানুষের জন্য ১০ থেকে ১৫ জন চিকিৎসক রয়েছেন। আমাদের প্রতিবেশি অন্যদেশগুলোতে প্রতি ১০ হাজার মানুষের জন্য ২৫ থেকে ৩০ জন চিকিৎসক স্বাস্থ্যসেবা দিচ্ছেন। আমাদের এখানে আসন সংখ্যাও অনেক কম। ফলে, রোগির সংকুলান হচ্ছে না।’