ঢাকাশনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২০, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নড়াইলের ঘটনায় জড়িত সাত জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত করে বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

 

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

 

ডিপ্লোমেটস পাবলিকেশন আয়েজিত ‘রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম’ শীর্ষক এ সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এখন আমরা মাদক, অস্ত্র চোরাচালানসহ সীমান্তে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছি।

 

ইয়াবা মিয়ানমারে তৈরি হলেও এর ভিকটিম হচ্ছে বাংলাদেশ। এতে রোহিঙ্গাদের বাহক ও চোরাচালানকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে। মাদকের হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা এলাকাকে।