ঢাকাসোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নামাজের সময় বাদে মসজিদের এসি বন্ধ রাখার অনুরোধ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ১৮, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মসজিদে এসি একেবারে বন্ধ রাখতে বলা হয়নি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নামাজের সময় এসি চালানো যাবে। বাকি সময়ে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

 

বিদ্যুৎ সাশ্রয় ইস্যুতে সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে আমরা এসি ব্যবহার করছি প্রচুর পরিমাণে। এখানে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। নামাজের সময়টুকু কেবল ব্যবহার করুন। বাকি সময়ে যেন বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় ছাড়াও অনেকে এসি চালায়। এজন্য আমি অনুরোধ করব, আপনারা যতটুকু সম্ভব সাশ্রয় করুন।