ঢাকাবৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের দেড় ঘণ্টার বৈঠক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ১৩, ২০২২ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বুধবার (১৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।

 

মঙ্গলবার জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়কারী জিন লুইসের সঙ্গে সাক্ষাতের ঠিক পরদিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এ সাক্ষাৎ হলো।

 

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।

 

সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর কী- জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি আমির খসরু।