ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোন ও নাতনির সঙ্গে ঈদের দিন কাটাবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ১০, ২০২২ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া, বোন সেলিনা ইসলাম ও নাতনি জাহিয়া রহমানসহ নিকট আত্মীয়দের সঙ্গে গুলশানের বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন।

ঈদের দিন দুপুরে রান্না করা খাবার নিয়ে খালেদার বাসায় যাবেন সেলিনা ইসলাম। সন্ধ্যায় তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

 

সেলিনা ইসলাম জানান, তার বোন এখনও অসুস্থ এবং তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, “ফলে, আমরা যখন ইচ্ছা তার সাথে সরাসরি দেখা করতে পারি না। যেহেতু আগামীকাল (১০ জুলাই) ঈদ, আমি তার বাসায় যাব এবং তার সাথে দিনটি কাটাব।”

 

সেলিনা আরও জানান, “খালেদার নাতনি জাহিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোর ছোট মেয়েও তার সঙ্গে ঈদের দিন কাটাবেন। তার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার এবং তার দুই ছেলের শাশুড়িসহ আরও কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে।”

 

৭৬ বছর বয়সী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

 

হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতার চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১৩ দিন থাকার পর, গত ২৪ জুন নিজ বাসভবনে ফিরে আসেন খালেদা জিয়া। এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, ১০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।