ঢাকাশুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আরও চারটি বড় বাজার স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ৩, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকায় কাওরান বাজারের মতো বড় পরিসরের আরও চারটি বাজার স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি। সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এদিন জেলা পর্যায়ের সকল বিচারকের পারিবারিক কলহের মামলা বিচারের সুযোগ রেখেন পারিবারিক আদালত আইন-২০২২ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনের ফলে বিবাহ বিচ্ছেদসহ পারিবারিক কলহ এবং সন্তানদের নিয়ে ঝামেলা হলে জেলা পর্যায়ের সব বিচারকই এর বিচার করতে পারবেন। আগে শুধু জেলা জজ এ ধরনের মামলায় বিচার করতেন।