করোনা অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনৈতিক মন্দায়।দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসা বান্ধব ও গণমূখি বাজেট।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী আজ জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। করোনা অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে। এমন একটি সময় সরকার যে বাজেট ঘোষণা করেছে তা ব্যবাসা বান্ধব ও গণমূখি। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি, স্বাস্থ্য, মানব সম্পদ, কর্মসংস্থান, শিল্প, শিক্ষা, জননিরাপত্তা ও প্রতিরক্ষাখাতসহ বেশ কয়েকটি খাতকে গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেন তাতে জনকল্যাণে ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে এবং এই বাজেট দেশের উন্নয়ন তরান্বিত করবে। মেয়র অতিমারির বিশ্ব মন্দার মধ্যে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূখি বাজেট ঘোষণায় প্রধানন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ.ন.ম মুস্তফা কামালকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।