ঢাকাশুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার | সিটিজি পোস্ট
জুন ১০, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ চলছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র প্রেস ক্লাবসহ এর আশপাশের এলাকায় বেশ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। সমাবেশে উপস্থিত রয়েছেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী, ইকবাল হোসেন শ্যামল, ইউনূস মৃধা, তহিরুল ইসলাম তুহিন, রবিউল ইসলাম রবি, যুবদলের মামুন হাসান, গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভূইয়া জুয়েল, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, ওলামা দলের মাওলানা নেছারুল হক, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ।