ঢাকাসোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১০, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকলে আরোহী এক নারী নিহত হয়েছেন। এসময় ওই পুলিশ নিজেও রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেন।

কলকাতা পুলিশ সূত্রে খবর, তার নাম চোড়ুপ লেপচা। তিনি পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের বাসিন্দা। বছরখানেক আগে তিনি চাকরি পেয়েছিলেন। তিনিই বন্দুক হাতে এই হাড়হিম করা ঘটনা ঘটালেন কলকাতার রাজপথে।

 

ছুটি থেকে বাড়ি ফিরে তিনি বাংলাদেশ হাইকমিশনের আউট পোস্টে ডিউটিতে যোগ দিয়েছিলেন। সেখানে কর্মরত তার এক সহকর্মীর সঙ্গেও পুলিশকর্তারা গোটা ঘটনা নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছেন। গুলি ছোড়ার আগে তিনি ঠিক কোন পরিস্থিতিতে ছিলেন, কিছু বলেছিলেন কি না সেটাও পুলিশকর্তারা খতিয়ে দেখছেন।

 

সূত্রের খবর, তিনি সহকর্মীদের বলেন, চা খেতে যাচ্ছি। এরপরই তিনি বাইরে বেরিয়ে গুলি চালাতে শুরু করেন।

 

ঘটনার পরেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনাস্থলে যান। তিনি বলেন, ওই পুলিশের নাম চোড়ুপ লেপচা। তিনি গত বছর কলকাতা পুলিশে চাকরি পেয়েছিলেন। কেন তিনি গুলি চালিয়ে সুইসাইড করলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। কেন ডিপ্রেসনের মধ্যে তিনি ছিলেন তা আমাদের তদন্তের মধ্যে থাকবে। কত রাউন্ড গুলি চলেছে তা দেখা হচ্ছে।

 

তিনি বলেন, আমরা সবদিক থেকে তদন্ত করছি। যদি কারোর কোনো অবসাদ থাকে তবে তা আমরা দেখার চেষ্টা করি। তিনিও ছুটি থেকে কালই ফিরেছিলেন। যদি ডিপ্রেসনের মতো কোনো ব্যাপার থাকে, আমরা খোঁজ পাই তবে আমরা পদক্ষেপ নিয়ে থাকি।