ঢাকাসোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৈরী আবহাওয়া: ঢাকার লন্ডন ও জেদ্দার ফ্লাইট নামলো চট্টগ্রামে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৯, ২০২২ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে জেদ্দা ও লন্ডনের দুইটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। ফেরত এসেছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি অভ্যন্তরীণ ফ্লাইটও।

বৃহস্পতিবার (৯ জুন) এসব ফ্লাইট অবতরণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

তিনি জানান, লন্ডন সিলেট ঢাকা রুটের বিমানের একটি ফ্লাইট এবং জেদ্দা ঢাকা রুটের সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এ ছাড়া চট্টগ্রাম ছেড়ে যাওয়া বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইটও ঢাকায় নামতে না পেরে ফিরে এসেছে।

ঢাকার আবহাওয়া অনুকূলে এলে এসব ফ্লাইট পুনরায় উড়ে যাবে। চট্টগ্রাম-ঢাকা রুটের ওই ফ্লাইটে ট্রানজিটসহ ৭৫ জন যাত্রী রয়েছেন।