ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘সাকিব দেশসেরা অলরাউন্ডারই নন, বিশ্বসেরা’

senior staff reporter | ctgpost
জুন ৯, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাকিব আল হাসান শুধু দেশসেরা অলরাউন্ডারই নন, বিশ্বসেরা অলরাউন্ডার। তার মতো একজন ক্রিকেট মেধাসম্পন্ন খেলোয়াড়কে বাংলাদেশ দলের টেস্ট ফরম্যাটের অধিনায়ক হিসেবে পেয়ে উচ্ছ্বসিত টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাঁহাতি অলরাউন্ডারকে সময় দিলে সাদা পোশাকে বাংলাদেশ সেরা দল হয়ে উঠবে, এমনটাই মনে করছেন সাবেক এই অধিনায়ক।

আজ বুধবার নিজ বাসভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘সাকিব খুবই বুদ্ধিমান। যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে কার ক্রিকেট জ্ঞান সবচেয়ে ভালো, আমি অবশ্যই বলবো তাদের একজন সাকিব। সাকিবের চিন্তা ধারা ভিন্ন। ও তো দেশ সেরা অলরাউন্ডার না, বিশ্ব সেরা অলরাউন্ডার। সে চাইবে দলের জন্য সেরাটা করতে।’
সঙ্গে যোগ করেন সুজন, ‘আমি এটাও বলি যে সাকিবের জন্য বড় ব্যাপার, সাকিব অধিনায়ক হওয়াতে আমাদের একটা পরিবর্তন (টেস্ট ক্রিকেটে) আসলেও আসতে পারে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে একটা কথা আছে, জ্ঞানী অধিনায়ক, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারা, দুইটা টেস্ট ম্যাচে তো আসলে বোঝা যাবে না, সময় দিতে হবে। আমরা আমাদের সেরা দলটা চাই, যখন সেরা দলটা খেলবে তখন অবশ্যই আমরা শক্তিশালী দল।’

এদিকে নিজের ব্যাটিংয়ের প্রতি মনোযোগ দিতে অধিনায়কত্ব ছেড়েছেন মুমিনুল হক। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না তার। তার প্রভাব পড়ছিল নেতৃত্বে। সর্বশেষ ১০ ইনিংসে মাত্র ২ বার দুই অঙ্ক ছুঁতে পারেন মুমিনুল, যেখানে সর্বোচ্চ ৩৭ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংস সহ সর্বশেষ ৭ ইনিংসেই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ইনিংসগুলো হল ০, ৯, ২, ৫, ৬, ২, ০।

ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ৬০-এর বেশি গড় অর্জন করা মুমিনুল ক্রমাগত খারাপ করতে করতে গড় নামিয়েছেন ৪০-এর নিচে। একটা লম্বা সময় তার চেয়ে বেশি টেস্ট গড় ছিল না কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের। অথচ বর্তমানে তার গড় (৩৮.৩১) তামিম ইকবাল (৩৯.৫৩) ও সাকিব আল হাসানের (৩৯.১৭) চেয়েও নিচে।

মুমিনুল অধিনায়কের দায়িত্ব ছাড়ায় মনখারাপ হলেও বরং খুশিই হয়েছেন সুজন, ‘মুমিনুলের জন্য দুঃখ অনুভব করছি, সে দারুণ অধিনায়ক। হয়তো সফল হয়নি, হয়তো চাপটা তার মধ্যে তৈরি হয়েছিল। এ দিক থেকে আমি খুশি যে সে সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ের প্রতি ফোকাস করতে চাচ্ছে। আমি মনে করি মুমিনুলের জন্য এটা দারুণ কাজে দিবে।’

টিআইএস